মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে কেএম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় আ জ ম নাছিরউদ্দিন অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ মার্চ নগরীর কলেজিয়েট মাঠে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাছির উদ্দিন।
মো. আলমগীরের সভাপতিতে ও মো. মোশাররফ হোসেন লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কেএম এজেন্সীর সত্ত্বাধিকারী মশিউল আলম স্বপন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম,
চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মো. মোজাফফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম,
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মো. শাহজাহান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।
উদ্বোধনী ম্যাচে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ও বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি মুখোমুখি হয়। এতে ৩-১ গোলে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি জয়লাভ করে শুভসূচনা করে। খেলায় ম্যাচসেরার পুরস্কার পায় বিজয়ী দলের ইমন।
খেলা শেষে তাকে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর লায়ন এমএ মুছা বাবলু। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর সোয়া দুইটায় প্রথম খেলায় আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি বনাম চিটাগাং ফুটবল ট্রেনিং একাডেমি এবং বিকাল সাড়ে তিনটায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমি ও পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি লড়বে।