কুমিল্লার মুরাদনগরে অপহরণ হওয়া ৭ বছর বয়সী এক শিশুকে ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহরণের সাথে জড়িত থাকা আরিফুল ইসলাম নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। আরিফুল ইসলাম (২৫) উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। অপরদিকে অপহৃত শিশু গোলাম মোর্শেদ (৭) একই গ্রামের আবদুল আলীমের ছেলে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত বুধবার (২৪ মার্চ) দুপুর থেকে শিশু গোলাম মোর্শেদকে তার পরিবারের লোকজন খুজে না পেয়ে ওই দিন রাতেই মুরাদনগর থানায় এসে একটি নিখোজ ডায়রী করেন বাবা আব্দুল আলীম। পরদিন শিশুটির বাবার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে আরিফুল ইসলাম নামের ওই যুবক। ফোন করে মুক্তিপন চাওয়ার বিষয়টি মুরাদনগর থানা পুলিশকে অবহিত করলে সেই ফোন কলের সূত্র ধরে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে শিশুটিকে নিয়ে যান। পাশাপাশি শিশুটির বাবা আব্দুল আলীম বাদী হয়ে আসামির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীকে গ্রফতার দেখিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’