বিকেলে উদ্বোধন হচ্ছে মিতালী এক্সপ্রেস

মিতালী এক্সপ্রেস

বিকেলে উদ্বোধন হচ্ছে মিতালী এক্সপ্রেস। ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত চলবে যাত্রীবাহী এই ট্রেন।

আজ শনিবার (২৭ মার্চ) ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিতি থাকবেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৭ মার্চ উদ্বোধন হলেও এখন নিয়মিত যাত্রী পরিবহন করবে না মিতালী এক্সপ্রেস। ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার এবং জলপাইগুড়ি থেকে রোববার ও বুধবার চলবে ট্রেনটি।

প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছিল ঢাকা ও কলকাতার মধ্যে ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে। আর দ্বিতীয় রেল সেবা ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হয় খুলনা ও কলকাতার সাথে ২০১৭ সালের ৯ নভেম্বর ।

মিতালী এক্সপ্রেসরেলপথ মন্ত্রণালয়
Comments (0)
Add Comment