আজ শনিবার (২৭ মার্চ) বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মামুনুল হক। বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন যে এমন দুঃখজনক ও রক্তাক্ত হবে তা ভাবিনি। আমাদের সন্তানদের রক্তে মানচিত্র রক্তাক্ত হয়েছে। আমরা আর ছাড় দিয়ে কথা বলবো না। এসময় হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক বলেন, ‘চট্টগ্রামে গতকাল আমাদের চারজন ভাই শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের দাবিতে আজ বিক্ষোভ হচ্ছে। আগামীকাল রোববার টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি মাহফুজুল হক, মুফতি জসিম উদ্দিন, মুহিবুল্লাহ, মাওলানা হাসান জামিল প্রমুখ।
শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে করা বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।