ঋণখেলাপিদের খেলাপি ঋণ আদায় বাড়ানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঋণখেলাপিদের খেলাপি ঋণ আদায় বাড়ানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে সরকারি খাতের চারটি বাণিজ্যিক ব্যাংককে ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায় বাড়ানোর জন্য।

একই সঙ্গে ব্যাংকগুলোর মন্দ বা আদায় অযোগ্য কুঋণের পরিমাণ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। কমাতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণও।

২৫ মার্চ (বৃহস্পতিবার) সরকারি খাতের চারটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।

যেসব উদ্যোক্তা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঋণ দেয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজির অভাবে যাতে কোনো উদ্যোক্তার ব্যবসার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর শীর্ষ ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়সহ নানা খাতে তাদের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। একই সঙ্গে তাদের আগের বছরের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সে লক্ষ্যেই এ বৈঠক হয়েছে। এতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, গত বছরে করোনার থাবার কারণে ব্যাংকগুলোর ঋণ আদায় কার্যক্রম বন্ধ ছিল।

এছাড়া আগের খেলাপি ঋণ থেকেও আদায় বাড়ানো সম্ভব হয়নি। এসব কারণে ঋণ আদায়ের হার কম। গত বছর ঋণের বিপরীতে সুদ আদায় অনেক হয়েছে।

ফলে ব্যাংকের আয় কমেছে, বেড়েছে ব্যয়। এতে পরিচালন ব্যয় বেড়ে গেছে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরে ঋণ আদায় ও বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে। এ বছরের মধ্যে ব্যাংকিং খাতকে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে হবে।

সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে যাতে কোনো ধরনের শৈথিল্য দেখানো না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, ডিসেম্বর শেষে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি।

Comments (0)
Add Comment