বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী  আটকের খবর পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আটকের তথ্য জানিয়েছেন। তিনি বলেন,  তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নিপুণ রায় চৌধুরী পেশায় আইনজীবী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তার বাবা । বিএনপির নির্বাহী কমিটির সদস্য তিনি।

নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্ত্রী, বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দুরে রয়েছেন অমিতাভ রায়। নিপুনের দুই ভাই ব্যারিস্টার।

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ ও বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন কলেজের সাবেক এই ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্রজীবন থেকেই।

নিপুণ রায় আটকবিএনপি নেত্রী
Comments (0)
Add Comment