পশ্চিম বাকলিয়ায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করছেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চকবাজার ডিসি রোড ফালাহ গাজী মসজিদ সংলগ্ন মরহুম আজিজ মুন্সির বাড়ির অভিমুখী রোডের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ (২৫ মার্চ) শুরু করা হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম সড়ক নির্মাণের এ কাজ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনূছ কোম্পানী, মরহুম আজিজ মুন্সির ছোট ছেলে সমাজসেবক নাছির উদ্দীন প্রকাশ নাছির মিয়া, সমাজ সেবক মো. আবুল মাছুম, ফালাহ গাজী মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দীন আনোয়ারী, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, আবদুল হাকিম, মো. আবছার উদ্দীন, নাজিম দেওয়ান প্রমুখ । এ উপলক্ষে ফালাহ গাজী মসজিদে বাদ আছর দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দীন আনোয়ারী।

উদ্বোধনকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, ‌চসিকের মেয়র বাকলিয়া অবকাঠামোগতভাবে অনগ্রসর বলে বিশেষভাবে নজরদারি করছেন। তার সহযোগীতায় আমি চেষ্টা করবো, পশ্চিম বাকলিয়ায় যেন কোন কাঁচা রাস্তা না থাকে।’ তিনি ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Comments (0)
Add Comment