করোনায় নতুন নির্দেশনা আসছে- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে করোনা পরিস্থিতি আবারো অবনতির দিকে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বিয়ে, ওয়াজ মাহফিল, পিকনিকসহ বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি—এসব এলাকার পর্যটন কেন্দ্র।

গত রোববার (২৮ মার্চ) রাতে জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, কেউই স্বাস্থ্যবিধি মানছে না ফলে দেশে করোনা আবারো বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশে বিভিন্ন ধরনের লকডাউনের ঘোষণা আসতে পারে। বিয়ে, অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিকসহ জনসমাগম হয় এমন সব অনুষ্ঠানে বিধিনিষেধ আসতে পারে।’

জাহিদ মালেক বলেন, আজ সোমবার (২৯ মার্চ) থেকে দেশের সব পর্যটন এলাকা বা স্পটে লকডাউনের ঘোষণা আসতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে একবারে লকডাউনের চিন্তা করছে না সরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি মনে করছে, লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে এবং তা বিভিন্নভাবে প্রয়োগ হতে পারে। দেশের অর্থনৈতিক ভারসাম্য রেখে যে কোন ধরনের জনসমাগম ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনালকডাউনস্বাস্থ্য অধিদপ্তর
Comments (0)
Add Comment