ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ভেন্যুর খেলা গত ২৭ মার্চ শুরু হয়। প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএস সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ সময় সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপ্রোপাইল ক্রিকেট কোচ নুরুল আবেদীন নোবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাঙামাটি জেলা দলকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করে কুমিল্লা জেলা দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে রাঙামাটি জেলা দল ৩১ ওভারে ৯৯ রান সংগ্রহ করতেই সব উইকেট হারায়। দলের পক্ষে আবির জোবায়েদ ৫৭ রানে অপরাজিত ছিলেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। কুমিল্লার হয়ে আতিক ও আল আমিন তিনটি করে এবং মাহবুব দুটি উইকেট তুলে নেন।
জবাবে ২০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা জেলা দল। দলের হয়ে শাহরিয়ার ২৮*, সৌরভ ২১ এবং রাব্বি ১৯ রান করেন। রাঙামাটি জেলা দলের সাজ্জাদ দুটি এবং রিদওয়ানুল একটি উইকেট পান।
ভেন্যুর দ্বিতীয় দিনের খেলায় গতকাল কক্সবাজার জেলা দলকে ১৮১ রানে হারিয়ে নিজেরে প্রথম জয় পায় চাঁদপুর জেলা দল। টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে চাঁদপুর জেলা দল ৪৮.৪ ওভারে ২৬০ রান তোলে। ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে কক্সবাজার জেলা দল প্রতিপক্ষের দুই বোলার অনুরাগ ও অমির কাছে মাত্র ৭৬ রানে নিজেদের বিসর্জন দেয়। চাঁদপুরের অনুরাগ পাঁচটি এবং অমি ৩টি উইকেট তুলে নেন।