সরকারি কর্ম কমিশন (পিএসসি) করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় ৪০তম বিসিএস পরীক্ষার চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।
গত সোমবার (২৯ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ গণমাধ্যমকে জানান, এ মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। তবে আজ মঙ্গলবার (৩০ মার্চ) ১৮০ জনের পরীক্ষা পিছিয়ে আগামী ১৫ জুন নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।