চট্টগ্রামে বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

চট্টগ্রামে বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
নাসিমন ভবনের সামনের সড়কে আগুন

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ আর ইট-পটকেলের ঘটনায় নাসিমন ভবনের সামনের সড়ক হয়েছে রণক্ষেত্র। সমাবেশের জেরে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ দলের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় শাহাদাতসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ দুই মামলায় ডা. শাহাদাত ছাড়াও মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ দলের ৫৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জানা যায়, সমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়। পরে বিএনপির একটি মিছিল কাজির দেউড়ির দিক থেকে দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ও দোকানের একটি টেবিলে আগুন দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার বিকেল ৪টা থেকে উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নাসিমন ভবনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। পরে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও তার পিএ মারুফ হোসেনকে আটক করে পুলিশ। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপি কার্যালয়ে সাঁড়াশি অভিযানে গিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার (২৯ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনের সামনের সড়কে সমাবেশের আয়োজন করে বিএনপি। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশসহ ১৫ থেকে ২০ জন আহত হয়।

পুলিশবিএনপি
Comments (0)
Add Comment