মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল

আগামী ২ এপ্রিলেই হবে, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. আহসান হাবীব।

তিনি বলেন, মেডিকেল শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই, ঝুঁকি সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই করোনা বিদায় নিচ্ছে না- তাই পরীক্ষার পক্ষেই মত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কমিটি।

দেশে বর্তমানে ৩৬ টি সরকারী মেডিক্যাল কলেজে এখন শিক্ষা কার্যক্রম চালু আছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও ঢাকার বাইরে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করে পরীক্ষা নেয়া হবে। বন্ধ থাকবে কোচিং সেন্টার।

মেডিকেলমেডিকেল ভর্তি পরীক্ষা
Comments (0)
Add Comment