আজ বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
বিআরটিএ বলছে, আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষেধ করা হয়েছে। এই নির্দেশনা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই বলবৎ থাকবে।
করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো। করোনায় সকল যাত্রী, চালক ও হেল্পারসহ সবাইকে মাস্ক বাধ্যতামূলক পরতে হবে।