বাঁশখালীতে মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সম্মাননা

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) দুপুরে বাঁশখালী পৌরসদরস্থ গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ফয়সাল জামিল চৌধুরী সাকি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রিপন মাঈনুদ্দীন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক আবুল হাশেম মানিক, বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সরোয়ার আলম, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু, বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সরোয়ার মানিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব কাজী রাজেশ এমরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব কামরুল হুদা পাভেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট মো. আলমগীর, জহির উদ্দীন বাবর, মৃদুল দত্ত, তছলিমা আক্তার, আশীষ বাবু ও জোনাইদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস স্বাধীনতা সংগ্রামের পর এদেশকে স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধারা। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে এদেশকে পাক হানাদারমুক্ত করেছে। ইতিহাসের পাতায় মহান মুক্তিযোদ্ধাদের এই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন।’

Comments (0)
Add Comment