চান্দঁগাও থানা ছাত্রলীগের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ 

 

গণপরিবহনে সরকার নির্ধারিত ৬০% এর বেশি বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের সাথে আলাপ। জনগণ যেনো ভোগান্তিতে না পড়ে সাধারণ জনগণের পাশে এবং সাস্থ্যবিধি নিয়ম মেনে চলার অনুরোধ করেন চান্দঁগাও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদ নেতৃত্ব বহদ্দারহাট মোড়ে

এবং বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনে সবার সাথে আলাপ করেন। সবাইকে বাংলাদেশ সরকারে সকল আইন ও সাস্থ্যবিধি তুলে ধরেন।

কোন ড্রাইভার ও মালিক পক্ষ যদি বেশি ভাড়া দাবি করে সাথে সাথে প্রশাসন বা চান্দঁগাও থানা ছাত্রলীগর নেতৃবৃন্দুকে জানানোর আনুরোধ করে ।

Comments (0)
Add Comment