মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট রোববার

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (৪ এপ্রিল)।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য জানান।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশে আমাদের প্রস্তুতি চলছে। আজ রাতের মধ্যেই ফল প্রস্তুত করে রাখা হবে। আগামীকাল যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।

আবু ইউসুফ ফকির বলেন, সারাদেশ থেকে পাঠানো শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যানিং করা হয়েছে। সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে। ফলাফল তৈরিতে সহায়তা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ।

মেডিকেলমেডিকেল ভর্তি পরীক্ষা
Comments (0)
Add Comment