লকডাউনে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

লকডাউনে টহলরত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে যাচ্ছে। এই লকডাউনকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী চক্র নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৩ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

তিনি বলেন, দেশে করোনা ঠেকাতে এবং লকডাউনে কোনো অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেই লক্ষ্যে আমরা মাঠে থাকবো। কোনো অসাধু ব্যক্তি বা চক্র এ পরিস্থিতিকে পুঁজি করে যেন কোনো ধরনের অবৈধ কাজ করতে না পারে সেদিকে নজর দেয়া হবে।

তিনি বলেন, আমরা গতবারো অফিস খোলা রেখে কার্যক্রম চালিয়েছি। একইভাবে এবারও খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থেকে সারাদেশে আমাদের সব অপারেশন কার্যক্রম চলমান থাকবে। আমরা জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাবো।

বাংলাদেশর‌্যাবলকডাউন
Comments (0)
Add Comment