তারাবি, সেহরি ও ইফতারে লোডশেডিং না করার নির্দেশনা: বিদ্যুৎ বিভাগ

আসন্ন রমজানে জনগনের দূর্ভোগ এড়াতে তারাবি, সেহরি ও ইফতারে লোডশেডিং না করতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। টেকনিক্যাল বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয়, সে দিকে সজাগ থাকার কথাও বলেছে বিদ্যুৎ বিভাগ। তবে লোডশেডিংয়ের প্রয়োজন হলে আগেই জনসাধারণকে আগে থেকেই জানানোর নির্দেশনা দিয়েছে দেশের বিদ্যুৎ বিভাগ। যাতে রমজানে লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি পোহাতে না হয়।

গত রোববার (৪ এপ্রিল) প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত হয়। আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল এই সভায় আলোচনা করা হয়।

আয়োজিত সভায় যে নির্দেশনা দেওয়া হয়। যেমন- সকল বিতরণ সংস্থা/কোম্পানিকে ওভারলোডেড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে হবে, স্টোরে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুদ রাখা, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করা, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণকে সচেতন করতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা।

আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধি-বিধান আইন অনুসরণ করা, ইফতার ও তারাবির সময় শপিংমল, ডিপার্টমেন্টাল স্টের ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ব্যবহার সীমিত রাখা, সকল দোকান মালিককে মার্কেটের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ইকুইপমেন্ট পরীক্ষা করা, বিএসটিআই এর প্রমাণ অনুযায়ী তার/ইকুইপমেন্ট বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা/আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎরমজানলোডশেডিং
Comments (0)
Add Comment