রাউজান পৌরসভায় জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ

জনসচেতনতায় মাইকিং এবং মাস্ক প্রদান করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ

দেশে করোনা মহামারির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারের নির্দশনা অনুযায়ী চট্টগ্রামের রাউজান পৌরসভার মানুষের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

আজ সোমবার (৫ এপ্রিল) রাউজান উপজেলায় করোনার প্রকোপ ঠেকাতে জরুরি ঔষধের দোকান, কাঁচাবাজার এবং মুদি দোকান ব্যতিত সকল হােটেল, রেস্তোরা ও শপিং মল, বিপনী বিতান আগামী (১৪ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টার পর বন্ধ রাখা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং এবং মাস্ক প্রদান করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনিসহ রাউজান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

করোনাচট্টগ্রামরাউজানলকডাউন
Comments (0)
Add Comment