লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত আসবে বৃহস্পতিবার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

দেশের করোনা পরিস্থিতে লকডাউনের পাশাপাশি দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চলমান লকডাউন আর বাড়বে কিনা, এ সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে।

আজ সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।

তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ সপ্তাহ বিবেচনা করে সিদ্ধান্ত দেয়া হবে।

আজ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনার সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে রোববার সিদ্ধান্তটি নেয়া হয়। যা শর্ত সাপেক্ষে চলাচল এবং কার্যক্রম নিয়ে বিধি-নিষেধ রয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা চললে সংক্রমণের হারও কমে আসবে।

করোনালকডাউন
Comments (0)
Add Comment