প্রথম দিনেই লকডাউন উপেক্ষা, চলছে দ্বিতীয় দিন

নগরীর টাইগারপাস এলাকার দৃশ্য

দেশে করোনা মহামারির কারণে সাত দিনের লকডাউন চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রথম দিনেই সাধারন মানুষ লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ছে।

নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। কিন্তু এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরবাসী জরুরি কাজ ছাড়াই বাড়ি থেকে বের হচ্ছে। এসবের মধ্য দিয়ে চলছে লকডাউনের দ্বিতীয় দিন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রামেও বেলা বাড়তেই রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। বেড়েছে লোকাল বাস, রিক্সা ও মোটরসাইকেলের সংখ্যা। নগরীর বিভিন্ন মোড়ে মোটরসাইকেলে তিনজন যাত্রী নিয়েও রাইড শেয়ার করতে দেখা যায়। স্বাস্থ্যবিধি না মেনেই সাধারন মানুষ যার যার অফিস বা কাজের খোঁজে বেরিয়ে পড়ছেন।

এদিকে লকডাউনে অফিস ও নানান কর্মক্ষেত্র খোলা থাকায় মানুষ হেঁটে অফিসে যাচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতে। চলছে ব্যাক্তিগত গাড়িসহ যানবাহনও। যথাযথ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

করোনাচট্টগ্রামলকডাউন
Comments (0)
Add Comment