করোনা পরিস্থিতির কারণে দেশে আবারো দেয়া হয়েছে লকডাউন। নিত্যপণ্যের দোকান ও ফার্মেসী ছাড়া বন্ধ রাখা হয়েছে সারা দেশের শপিংমল, মার্কেট ও সবধরনের দোকানপাট। কিন্তু লকডাউনে ক্ষতির মুখে পড়ছে দেশের ব্যবসা খাত। গুনতে হচ্ছে কোটি কোটি টাকার লোকসান।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর জিইসিতে লকডাউন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে ইউনেস্কো সিটি সেন্টারের দোকান মালিক ও ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছে, করোনায় লকডাউনের কারণে গত বছর আমরা ব্যবসা করতে পারিনি। কোটি কোটি টাকার মালামাল থেকে গেছে দোকানে। পরিশোধ করতে পারিনি দেকানের ভাড়া। এমন পরিস্থিতিতে এবারও কোন ব্যবস্থা না হলে ব্যবসা ছেড়ে আমাদের পথে নামতে হবে।
তারা বলছে, আমরা সবধরনের স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রাখবো। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে অন্য সব প্রতিষ্ঠান খোলা থাকলে আমাদের মার্কেটও খোলা থাকবে।
মানবন্ধন থেকে ব্যবসায়ীরা সরকারের কাছে অনুরোধ জানান, আমাদের মার্কেট সিমিত পরিসরে খুলে দেয়া হোক। আমরা ব্যবসা করে জীবিকা চালাই, যদি ব্যবসা করতে না পারি আমাদের মরা ছাড়া গতি নেই। সুতরাং, আমাদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা না হলে লকডাউন উপেক্ষা করেই আমরা মার্কেট খোলা রাখবো।