করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে নেমেছে রাউজানের প্রসাশন

করোনা ঠেকাতে মাঠে রাউজানের প্রশাসন

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গেল সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন।লকডাউন কার্যকরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের নেতৃত্বে প্রথম দিন থেকেই মাঠে নেমেছে রাউজানের প্রশাসন।

গত সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে মুন্সিরঘাটা, পৌরসদরে জলিল নগর বাসস্টেশন, দোকান ও বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।সড়কে বাস-ট্রাক থেকে শুরু করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল ।

এতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় জলিল নগরে আবসার মার্কেটের কয়েকটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানাতে রাস্তাঘাটে পথচারীদের সতর্ক করা হয়।

চট্টগ্রামলকডাউন
Comments (0)
Add Comment