আজ থেকেই রোগী ভর্তি শুরু হয়েছে আইসোলেশন সেন্টারে। সিটি নাগরিকরা ২৪ ঘণ্টা সুচিকিৎসা পাবে এই আইসোলেশন সেন্টারে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতেই ৫০ বেডের আইসোলেশন সেন্টার চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন।