মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট ছাড়া প্রকৌশল গুচ্ছে যাওয়া অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, পরীক্ষা পদ্ধতি আগের মতোই থাকবে। তবে নম্বর কিছুটা কমানো হবে। এই বিষয় সবগুলোই নীতিমালা বা সার্কুলারে উল্লেখ থাকবে। সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০ নম্বরসহ ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।