স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন । এর আগে গত ৪ এপ্রিল করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতের এই কিংবদন্তি।
আজ বুধবার (৭ এপ্রিল) সকালেই রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে একুশে পদক পান।
ইন্দ্রমোহন রাজবংশীর সংগীতের শুরুটা ১৯৫৭ সালে ছোটদের আসরে। তিনি একাত্তরের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে যুক্ত হন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। পরবর্তীতে ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি গানে মুগ্ধতা ছড়ান গ্রাম-বাংলায়। শুধু তাই নয়, গান লেখা আর সুর করার পাশাপাশি লোকগান সংগ্রহ করতেন সংগীতের এই কিংবদন্তি।