টেরিবাজারের ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত রাখা ও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সূচী নির্ধারণে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
আজ বুধবার (৭এপ্রিল) চট্টগ্রাম সিটি মেয়রকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির স্মারকলিপি প্রদান করা হয়।
মেয়র স্মারকলিপি গ্রহণকালে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে বলেন, বৈশ্বিক করোনা মহামারীর দ্রুত সংক্রমণ বিস্তার রোধে সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করা জঘন্য অপরাধ। তবে সরকার পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্ত নেবে তা মানতে হবে। কারণ আগে জীবন রক্ষা করাটাই প্রথম ও প্রধান এবং এর কোন বিকল্প নেই।
স্মারকলিপি প্রদান কালে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।