করোনায় চট্টগ্রামের সবর্শেষ তথ্য

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

দেশের করোনা মহামারির ধকলে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মোট ৪০৬ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৯০ জন নগরীর ও ৮৩ জন বিভিন্ন উপজেলার।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৪ হাজার ৫৮৪ জন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন বলেন, যারা করোনার প্রথম ডোজ নিয়েছে আজ থেকে আমরা দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করেছি। করোনা থেকে মুক্তি পেতে টিকা নেয়ার পরেও  স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাচট্টগ্রাম
Comments (0)
Add Comment