বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ লতিফের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. এম. এ লতিফ

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব ডা. এম. এ লতিফ (৬৫) গত শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১০.৫০ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ঐদিন বাদে আসর শিকলবাহা ৯নং ওয়ার্ড আদর্শ পাড়া আব্দুল করিম সারাং জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিভিন্ন পেশাজীবী মানুষের ঢল নামে। জানাজা শেষে গার্ড অব অর্নার মাধ্যমে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব ডা. এম. এ লতিফের জানাযার একাংশ

মরহুমের ইন্তেকালে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি, কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান, গাউসিয়া কমিটি কর্ণফুলী উপজেলা সভাপতি আলহাজ্ব শেখ আহমদ, দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর বঈদী, কর্ণফুলী করোনা টিমের সমন্বয়ক ইমতিয়াজ উদ্দিন, গাউসিয়া কমিটি ইউএসএ এর অর্থ সম্পাদক মনির চৌধুরী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

চট্টগ্রাম
Comments (0)
Add Comment