১৪ এপ্রিল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া লকডাউনে হার্ডলাইনে যাবে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। আলাদা নজরদারি ও টহল জোরদার করবে পুলিশ প্রশাসন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, ২০২০ সাল থেকেই করোনার প্রকোপ ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। সচেতনতা বাড়াতে নিয়েছে নানা উদ্যোগ। ১৪ এপ্রিলের লকডাউন বিষয়ে যে নির্দেশনা দেয়া হবে, পুলিশ সেগুলো বাস্তবায়ন করবে।
যারা অকারণে যানবাহন নিয়ে ঘুরাঘুরি করেছে বা করবে তাদের ট্রাফিক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হচ্ছে। তবে পরবর্তী লকডাউন বাস্তবায়নে পুলিশ আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও কঠোর থাকবে। যারা নানান অজুহাত দেখিয়ে বের হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনী ব্যবস্থা।