দেশের বিদ্যুৎ খাতে নতুন রেকর্ড

উন্নয়নের ধারা অব্যহত রেখেই এগিয়ে যাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। ধারাবাহিক প্রচেষ্টায় আসছে একের পর এক সাফল্যের হাতছানি। এবার বিদ্যুৎ উৎপাদনে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে নতুন এই রেকর্ড হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান। গত ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রেকর্ড হয়েছিল। তারও আগে ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিদ্যুৎ
Comments (0)
Add Comment