বিভিন্ন পাবলিকেশনের ব্যবস্থাপকরা জানান, মেলার শেষ দিন আজ। শেষ দিনেও ক্রেতা সমাগম হয়নি। বেচাবিক্রি নেই তাই আমরা বই ও স্টল গোছানোর কাজ শুরু করেছি।
তারা জানান, দেশে এই করোনা পরিস্তিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের প্রকাশনা জগত। যেটা আমরা আশা করেছিলাম তার বিন্দু মাত্র লাভও চোখে দেখিনি। গতবারের সেই ক্ষতিটাও পুষিয়ে নিতে পরিনি।
করোনা পরিস্থিতির কারণে এবার ফেব্রুয়ারির পরিবর্তে ১৮ মার্চ বইমেলা শুরু হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন সিদ্ধান্তে ৩১ মার্চ বইমেলার সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়। এর পরে আরো এক দফা পরিবর্তন করে দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়।
এমন পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ (১২ এপ্রিল) শেষ হলো অমর একুশে বইবেলা। আশায় বুক বেঁধেও হতাশায় ভাসলেন লেখক, প্রকাশকরা। বারবার সময় পরিবর্তন করেও চলমান থাকেনি বইমেলা।