আজ সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়-
১. মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন।
২. তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।
৩. এছাড়া, জুমা’আর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।
৪. মুসল্লিগণকে পবিত্র রমজানে তিলাওয়াত ও জাকাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দু’আ করার অনুরোধ করা হলো
৫. রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন না করা যাবে না।
৬. মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
দেশে করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে জুমা ও তারাবি নামাজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসল্লিরা জুমা ও তারাবি নামাজ আদায় করবে। একই সাথে অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করতে পারবে বলেও নির্দেশনা দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।