করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ নিজেকে আত্মরক্ষার জন্য যা যা করা দরকার সবকিছুই আমাদেরকে করতে হবে। অকারণে ঘর থেকে বের হওয়া যাবে না। জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। অহেতুক অলিগলিতে আড্ডা দেওয়া যাবে না। একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে সে কাজ দ্রুত শেষ করে বাসায় ফিরে যেতে হবে এবং বাসায় ফিরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য যথাবিধি মেনে শরীর পরিষ্কার করে নিতে হবে।

আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় কাপ্তাই রাস্তায় মাথায় চট্টল ইয়ূথ কয়ার ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর উদ্যোগে এবং চান্দগাঁও থানার সহযোগিতায় সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান এ কথা বলেন।

কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে মোহরা ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী সমীরন পাল, চট্টল ইয়ূথ কয়ারের কেন্দ্রীয় কমিটির পঙ্কজ সেনগুপ্ত, ডা. এস কে দেব সজল, স্বপন কুমার নাথ, মো. জাহেদুল ইসলাম, মো. লোকমান, ইসমাইল চৌধুরী শাহীন, দিদারুল আলম, সেলিম সারোয়ার, মো. ইমরাম, মো. হাবিব, মো. ইলিয়াছ, বাশু চৌধুরী, মো. পারভেজ, মো. মনির, মো. মাসুদ, মো. ইয়াছিন, মো. ইরফান, মো. রহমান, মো. সোলায়মান, মো. নাজিম উদ্দিন রিফাত, মো. হাসান জামাল, বখতেয়ার চৌধুরী। আগামীকাল (১৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত চান্দগাঁও বাহির সিগন্যাল, কাজির বাজার, মৌলভী বাজার ও কালুরঘাটে চান্দগাঁও থানার সহযোগিতায় মাস্ক বিতরণ করা হবে।

Comments (0)
Add Comment