মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর সদরঘাট থানাধীন কদমতলী রাহাত সেন্টার মোড়ে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণ রোধে মহানগর যুবলীগ নেতা মাসুদ আকবরী’র ব্যবস্থাপনায় সচেতনতামূলক ক্যাম্পেইনসহ হ্যান্ড সেনিটাইজার, সাবান-মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী যুবলীগ নেতা সুমন দেবনাথ, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন সাকু, শহীদুর রহমান, তানভীর আহমেদ রিংকু, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন মিঠুন, মাসুদ আকবরী, মো. ইসমাঈল, এস.এম নাসির, জাহাঙ্গীর আলম, আলমগীর আলম, ফরমান উল্লাহ অপু, মামুনুর রশিদ, এড. টিপু শীল জয়দেব, সৈয়দ মহসীন, মোহাম্মদ কামরুজ্জামান, জাহেদ আহমেদ, সুলতান আহমেদ, মাকসুদুর রহমান মাসুদ, রাশেদ আমির, শহিদুল ইসলাম মিন্টু, মিনহাজ আবেদীন, তৌফিক উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী করোনা মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্য সচেতনতা মেনে চলার অনুরোধ করেন।

Comments (0)
Add Comment