লকডাউনে রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

দেশে করোনা পরিস্থিতির কারণে আগামীকাল (১৪ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে সরকারি কঠোর বিধিনিষেধ।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, লকডাউনে বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় দেখলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। এই নির্দেশনা ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে মুভমেন্ট পাস উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, একান্ত জরুরী না হলে বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় বের হবেন না। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে মাস্ক পরতে হবে। বাহির থেকে ফিরলে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

আইজিপি বলেন, হাতিরঝিলসহ কোথাও আড্ডার আসর জমাবেন না। লকডাউনে যত্রতত্র ঘোরাফেরা থেকে বিরত থাকুন। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অন্যকেউ তা মানতে বলবেন।

আইজিপিলকডাউন
Comments (0)
Add Comment