শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৪২৮ বঙ্গাব্দের প্রথম সুর্যোদয়ে পুরাতন জরা-জীর্ণ-গ্লানি-হতাশা-রোগ-ব্যাধি ধুয়ে মুছে যাক এবং সকলের জীবন ধারা পূণ্য ও পবিত্রময় হোক। করোনাকালে দুর্বিনীত দুৎসময়ের অবসান শেষে আশা-সম্ভাবনার আলোর ঝর্ণাধারায় জীবনধারা চন্দময় হোক।
এক সুন্দর আগামীর জন্য আমাদেও সম্মিলিত প্রচেষ্টায় সাজাবো এই নগরীকে। লাঘব হোক সকল ভোগান্তি ও দুর্ভোগ। নিজের ও অপরের সুরাক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলি। তাহলেই আমার-আপনার-সকলের মুক্তি হবে আলোয় আলোয়।