পশ্চিম বাকলিয়ায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কাউন্সিলর শহিদুলের

ওয়ার্ডের গরীব অসহায়দের মাঝে ইফতার- সেহেরী সামগ্রী বিতরণ করছেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম

চট্টগ্রাম নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহামম্মদ শহিদুল আলমের উদ্যোগে গত ১৩ এপ্রিল বিকেলে তার বাসভবন প্রাঙ্গণে ওয়ার্ডের ৩০৭ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন,পবিত্র রমজান হলো সংযমের মাস। বেশি বেশি ইবাদত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই মাসে দান খয়রাত কার সওয়াবের কাজ। এই মাসে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ যাতে সারাদিন রোজা রাখার পর ভালভাবে একটু খেতে পায় তাই এ সহযোগিতা। আমি মনে করি সমাজের প্রত্যেক বিত্তবানের এভাবে নিজের প্রতিবেশীর পাশে দাঁড়ানো উচিত। কারণ এখন বৈশ্বিক মহামারির কারণে দেশের অনেক মানুষ পেশা হারিয়ে কষ্টের মুখোমুখি পড়েছে। তাই সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো।
এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, কামাল আহমদ, নাজিম দেওয়ান,মুজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment