মাস্টার এমএ কাশেম ফারুকীর ইন্তেকাল

জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার সাবেক এবতেদায়ী শিক্ষক মাস্টার এম.এ. কাশেম ফারুকী (৬৫) গত ১৪ এপ্রিল বুধবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখেযান। ঐদিন বাদে আছর ষোলশহর জামেয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের ইন্তেকালে জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা এ.এ.এম জোবাইর রজভী, করোনা রোগীর সেবা কাপন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার নেত্ববৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মাস্টার এমএ কাশেম ফারুকীর ইন্তেকাল
Comments (0)
Add Comment