আজ মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী

ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস আজ ১৭ এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।  ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এই বৈদ্যনাথতলাকেই পরে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় একটি দিন মুজিবনগর সরকার দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। পরে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল ।

এদিকে, করোনা মহামারির কারণে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হবে।

বাংলাদেশমুক্তিযুদ্ধমুজিবনগর
Comments (0)
Add Comment