শনিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। তবে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংক্রমণের হারও বাড়ছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতিতে লকডাউন আরো সাত দিন বাড়ানোর চিন্তা করছে সরকার। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে এ বিষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনের সময় বাড়বে কি না, তা নিয়ে ১৯ অথবা ২০ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।