গত রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা এই তথ্য জানান। এছাড়া বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান।
চিকিৎসকরা আশা করছেন, করোনা মহামারিতে আক্রান্তের দ্বিতীয় সপ্তাহ ভালোভাবেই পার করতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আর ৪৮ ঘন্টা পার করতে পারলেই বেগম জিয়া আশঙ্কামুক্ত হবেন বলেও জানান চিকিৎসকরা।