আজ সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৬৪ জন। যার মধ্যে নগরের ৩৪৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রামে নগরের ২৪৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪৪ জন।