তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক জানিয়েছেন। এক শোক বার্তায় মেয়র প্রয়াত রতন দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জনান।
ছাড়াও রতন দত্তের অকাল মৃত্যুতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সপ্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।