চট্টগ্রামে রেড জোন ঘোষণার পরেও স্বাস্থ্যবিধির বালাই নেই, চলছে আড্ডা

রেড জোন নগরীর টাংকির পাহাড় এলাকা, ছবি: মিজান ফারাবী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলমান লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। চট্টগ্রামেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে নগরীর বেশ কয়েকটি এলাকায় রেড জোন ঘোষণা করছে পুলিশ।

গেল সোমবার (১৯ এপ্রিল) চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার এসবি নগর, কুসুমবাগ আবাসিক, ওয়ারলেস, লালখানবাজার টাংকির পাহাড়, বাঘঘোনা, হাইলেভেল রোড ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কলােনীকে রেড জোনের আওতায় এনে মাইকিং করে ব্যানার ঝুলিয়ে দেয় পুলিশ।

রেড জোন এলাকা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, রেড জােন ঘোষিত এলাকা থেকে কেউ বিনা প্রয়োজনে বের হতে পারবে না।  জরুরি প্রয়োজনে কেউ বের হলে প্রশাসন বা মহল্লা কমিটির সাথে কথা বলে বের হতে হবে। রেড জোন এলাকায় কাঁচা বাজার ও জরুরী সেবা প্রয়োজন হলে সার্ভিস দেয়া হবে।

আজ বুধবার (২১এপ্রিল) নগরীর  লালখান বাজারে টাংকির পাহাড় এলাকাকে রেড জোন ঘোষনা করা হলেও আমলে নিচ্ছে না সাধারণ মানুষ। মাস্ক ছাড়াই ঘোরাঘোরি করছে রাস্তায়। খোলা রয়েছে বেশ কয়েকটি দোকানপাট। রেড জোন ঘোষনার পরেও স্বাস্থ্যবিধির কোন বালাই নেই মানুষের মাঝে।

রেড জোন ঘোষণার পরও মানছে না স্বাস্থ্যবিধি, মুখে মাস্ক নেই, চলছে আড্ডা, ছবি: মিজান ফারাবী

দোকান খোলা রাখার ব্যপারে জানতে চাইলে তারা বলেন, দেশে লকডাউন চলছে, ঘরে খাবার নাই, দোকান না করলে ভাত পাবো কই? পেটের দায়ে বাধ্য হয়েই দোকান খুলেছি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে রেড জোন ঘোষণা এবং কঠোর নির্দেশনা দেয়া হলেও কেউই মানছে স্বাস্থ্যবিধি। নানান অযুহাতে কিংবা বিনা প্রয়োজনে রেড জোন এলাকায় ঘোরাঘুরি করছে মানুষ। কেউ কেউ আড্ডা দিচ্ছে দোকানে বা গলিতে।

করোনাচট্টগ্রামরেড জোনলকডাউন
Comments (0)
Add Comment