রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে অনুরোধ মেসুত ওজিলের

সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা এবং সেখানে আটকে পড়া অনিরাপদ থাকা রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

গত শুক্রবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তুর্কি ক্লাব ফেনেবাচে খেলা বিশ্বকাপজয়ী সাবেক জার্মান মিডফিল্ডার ওজিল লেখেন, ‘আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার, বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।’

এর আগে তিনি এই রমজানে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য খাবার পাঠানোর কথা জানান তিনি। এছাড়াও চলতি রমজানে সিরিয়ান ও সোমালিয়ান শিশুদের জন্য ১ লাখ ২০ হাজার ৭৭০ মার্কিন ডলার দান করেছেন ওজিল।

গত (১৪ এপ্রিল) বুধবার এক বিবৃতিতে দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওজিলের আর্থিক সহায়তায় ২ হাজার ৮০০ তুর্কি পরিবার, ১ হাজার ইন্দোনেশিয়ান পরিবার, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৭৫০ রোহিঙ্গা পরিবারের জন্য খাবার পাঠানো হবে। সেই সঙ্গে সিরিয়ার ইদলিব এবং সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এতিম শিশুদের জন্য পুরো রমজান মাসে খাবারের ব্যবস্থা করা হয়েছে তার সহায়তায়।

২০১৯ সালে আর্সেনালের হয়ে খেলার সময় সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে চীনের সমালোচনা করেছিলেন ওজিল। এরপর চীনের পক্ষ থেকে পাল্টা তোপের মুখে পড়তে হয় এই মিডফিল্ডাকে। আর্সেনালের স্পন্সর প্রতিষ্ঠান ওজিলের মন্তব্য ভালোভাবে নেয়নি, ফলে প্রতিষ্ঠানটির চক্ষুশূল হতে হয় তাকে। এ কারণে আর্সেনাল দলে ব্রাত্য হয়ে পড়েন ওজিল। পরে তো দল ছাড়তে বাধ্য হন তিনি। নাম লেখান তুরস্কের দল ফেনেরবাচে।

এর আগে ২০১৮ ফুটবল বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন ওজিল। সেবার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ায় সে বিতর্কের আগুন আরও বেড়ে যায়। এর রেশে পরবর্তীতে জাতীয় দল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন ওজিল।

 

মেসুত ওজিলরমজানরোহিঙ্গা
Comments (0)
Add Comment