গত সোমবার (১৯ এপ্রিল) লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে পর্যালোচনা সভায় বসেন বেশ কয়েকজন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় শর্ত শিথিলের বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, লকডাউনের মধ্যেও মানুষের জীবিকা নির্বাহের সুযোগ রেখে লকডাউন শিথিলের পক্ষে কয়েকজন সচিব পরামর্শ দিয়েছে। এতে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া এবং সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের বিষয়ে আলোচনা হয়।
আগামী সপ্তাহের শুরুর দিকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
দেশের অভ্যন্তরীণ রুটে ইতোমধ্যে মঙ্গলবার (২০ এপ্রিল) ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার (১৯ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে ‘লকডাউন’ শিথিলের চিন্তা-ভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য ‘লকডাউন’ শিথিল হতে পারে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই তা কার্যকর করা হবে।