চট্টগ্রামে বেড়েছে যানজট ও মানুষের চলাফেরা

যানজটে চলছে চট্টগ্রামের লকডাউন, ছবিটি নগরীর আগ্রবাদ এলাকা থেকে তোলা

যানজটে চলছে চট্টগ্রামের লকডাউন, নগরীর আগ্রাবাদে সকাল থেকেই দীর্ঘ যানজট লেগে আছে। চলমান লকডাউনে নানান অজুহাতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। মানা হচ্ছে না যথাযথ স্বাস্থ্যবিধি।

আজ বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড়ে কঠোর লকডাউনেও দেখা যায় রাস্তায় অসংখ্য ব্যক্তিগত গাড়ি, রিক্সা ও মোটরসাইকেল। রাস্তায় সাধারণ মানুষের চলাফেরা অব্যহত, চলছে রাইড শেয়ারও।

এদিকে পুলিশ প্রশাসন বলছে, নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমরা চলছে তল্লাশি। যারা বিনা কারণে রাস্তায় বের হচ্ছে তাদের করা হচ্ছে জরিমানা। যারা যথাযথ কারণ দেখাতে পারছে তাদের ছেড়ে দিচ্ছে পুলিশ।

আগ্রাবাদচট্টগ্রামলকডাউন
Comments (0)
Add Comment