গত মঙ্গলবার (২০ এপ্রিল) নগরীর ১২নং সরাইপাড়ার শান্তা পুকুর পাড়, পাহাড়তলী বাজার, প্রাণ হরি দাশ রোড, সাগরিকা মোড় হতে নয়াবাজার এলাকায় পরি”ছন্ন কাজ ও মশক নিধন কাজের তদারকী করতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো. নুরুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা বেগম পপি, পরি”ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, সুপারভাইজার ইয়াছিন সোহেল, স্থানীয় গণমান্যদের মধ্যে মো. জাহাঙ্গীর, এ বি এম লুৎফর হক, মো. গিয়াস উদ্দীন, মো. নিজাম উদ্দীন উপস্থিত ছিলেন।