পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন চা বিরতির আগেই ৪০০ রানের কোটা পেরিয়েছে বাংলাদেশ। এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪২১। দলীয় ৩৯৪ রানের মাথায় নাজমুল আউট হয়ে যাওয়ায় পাল্লেকেলেতে একটা রেকর্ডের দেখা পায়নি বাংলাদেশ। এর আগে বাংলাদেশ কখনোই টেস্টে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪০০ তুলতে পারেনি। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তৃতীয় উইকেট পড়েছিল ৩৯৯ রানে।
এর আগে প্রথম দিন ইনিংসের শুরুতেই শূণ্য রানে সাইফ হাসান আউট হলেন। ৯০ রান করে তামিম ইকবাল আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন আর মুমিনুল হক স্বাগতিকদের যথেষ্ট ভুগেয়েছে! শ্রীলঙ্কান বোলিং আক্রমণকে নখদন্তহীন করে মুমিনুল আর নাজমুল প্রথম দিন শেষ করেছিলেন ১৫০ রানে অবিচ্ছিন্ন থেকে।
আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই জুটি থেমেছে ২৪২ রানে। ৩৭৮ বল খেলে নাজমুলের ইনিংসটি ছিল ১৬৩ রানের। ১৭টি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো তাঁর সেই ইনিংস। এর মধ্যে দেশের বাইরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুলও।